Annara Sumanara!!!
দাংসিন মাবসবেউল মিডসইবনিকা? Do You Believe In Magic?
প্রথমেই নেটফ্লিক্সকে বিশাল একটা ধন্যবাদ দেয়া উচিত এই পোস্ট-প্যানডামিক ডিপ্রেসিং একটা টাইমে একটা মিউজিক্যাল ফ্যান্টাসি বানানোর মত সাহস করার জন্য। তবে দিলাম না, কারণ ড্রামাটা নিয়ে যে লেভেলের মার্কেটিং করার দরকার ছিল, তারা তার কিছুই করেনি। একই কাজ করেছিল আরেক মাস্টারপিস Move To Heaven নিয়েও। সবচেয়ে ভালো কাজগুলোকে নিভৃতে মুক্তি দিয়ে দেয় আর বস্তাপঁচা কিছু জিনিস নিয়ে খালি হাইপ তোলে। বাজে চর্চা...
ড্রামাটা কেমন সেটা নিয়ে কিছু বলব না তেমন। তবে এটুকু বলতে পারি, যদি খুব ছোট্ট একটা তালিকা তৈরি করা হয় যেগুলো না দেখলে পৃথিবীতে জন্ম নেয়াটা বৃথা বলে গণ্য হবে, আমার মনে হয় এই ছোট্ট ড্রামাটা সেই ছোট্ট তালিকায় স্থান পাবে। তবে আপনি যদি পিউর আর্টের ভক্ত না হন, এই জিনিস আপনার কাছে অখাদ্য মনে হবে। এই ড্রামা সবার জন্য না...
সবাই যার যার জায়গায় সেরাটা দিয়েছে। মেইন লিডরা তাদের পারফর্ম্যান্স দিয়েছে একশোতে একশো, ফাউলগুলো তাদের ফাউলগিরি করেছে অত্যন্ত ফাউলভাবে মানে ভালোভাবে আরকি, আর বালপাকনাগুলোও তাদের বালপাকনামিতে ছিল সমান পটু। মিউজিক বেশ ভালোই লেগেছে আমার। গল্প, স্টোরি বিল্ড আপ, মেসেজ এসব নিয়ে কোনো কথা হবে না। কথা হতে পারে এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেলো সেটা নিয়ে।
আমি নিশ্চিত, রবীন্দ্রনাথ ঠিক এই ড্রামাটার কথাই মাথায় রেখে লিখেছিলেন-
"ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা,
নিতান্তই সহজ সরল।
সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু'চারিটি অশ্রুজল।
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা
নাহি তত্ত্ব নাহি উপদেশ,
অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ..."
সবশেষে একটা কথাই বলতে চাই-
আন্নারা সুমানারা!
প্রথমেই নেটফ্লিক্সকে বিশাল একটা ধন্যবাদ দেয়া উচিত এই পোস্ট-প্যানডামিক ডিপ্রেসিং একটা টাইমে একটা মিউজিক্যাল ফ্যান্টাসি বানানোর মত সাহস করার জন্য। তবে দিলাম না, কারণ ড্রামাটা নিয়ে যে লেভেলের মার্কেটিং করার দরকার ছিল, তারা তার কিছুই করেনি। একই কাজ করেছিল আরেক মাস্টারপিস Move To Heaven নিয়েও। সবচেয়ে ভালো কাজগুলোকে নিভৃতে মুক্তি দিয়ে দেয় আর বস্তাপঁচা কিছু জিনিস নিয়ে খালি হাইপ তোলে। বাজে চর্চা...
ড্রামাটা কেমন সেটা নিয়ে কিছু বলব না তেমন। তবে এটুকু বলতে পারি, যদি খুব ছোট্ট একটা তালিকা তৈরি করা হয় যেগুলো না দেখলে পৃথিবীতে জন্ম নেয়াটা বৃথা বলে গণ্য হবে, আমার মনে হয় এই ছোট্ট ড্রামাটা সেই ছোট্ট তালিকায় স্থান পাবে। তবে আপনি যদি পিউর আর্টের ভক্ত না হন, এই জিনিস আপনার কাছে অখাদ্য মনে হবে। এই ড্রামা সবার জন্য না...
সবাই যার যার জায়গায় সেরাটা দিয়েছে। মেইন লিডরা তাদের পারফর্ম্যান্স দিয়েছে একশোতে একশো, ফাউলগুলো তাদের ফাউলগিরি করেছে অত্যন্ত ফাউলভাবে মানে ভালোভাবে আরকি, আর বালপাকনাগুলোও তাদের বালপাকনামিতে ছিল সমান পটু। মিউজিক বেশ ভালোই লেগেছে আমার। গল্প, স্টোরি বিল্ড আপ, মেসেজ এসব নিয়ে কোনো কথা হবে না। কথা হতে পারে এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেলো সেটা নিয়ে।
আমি নিশ্চিত, রবীন্দ্রনাথ ঠিক এই ড্রামাটার কথাই মাথায় রেখে লিখেছিলেন-
"ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা,
নিতান্তই সহজ সরল।
সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু'চারিটি অশ্রুজল।
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা
নাহি তত্ত্ব নাহি উপদেশ,
অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ..."
সবশেষে একটা কথাই বলতে চাই-
আন্নারা সুমানারা!
Considerați utilă această recenzie?